জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে, ৫ আগস্ট সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্টের দিন চানখারপুলে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে আসিফ মাহমুদ বলেন, সেদিন আমরা ওখানেই ছিলাম। আনাচ-জুনায়েদরা এখানেই শহীদ হন। এদিন সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো। ওই দিনের পর আমাদের আরও অনেকের শহীদ হতে হতো। তবে আনাচ-জুনায়েদরা ব্যর্থ হতে দেয়নি। চূড়ান্ত সফলতার জন্য তাদের মতো শত শত মানুষ জীবন দিয়েছেন।
তিনি বলেন, জুলাই শহীদরা যেমন বাংলাদেশ চেয়েছিল, কাঠামোগত সংস্কারের মাধ্যমে তেমন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.