কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৮৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বে থাকা জওয়ানরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘পালকী’ মিনি বাস চেকপোস্টের নিকটে এলে তল্লাশি চালিয়ে লাগেজের ভিতর কালো টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়।
পরে বাসের চালক রামু খুনিয়াপালংয়ের আব্দুস শুক্কুরের পুত্র মো. জাফর আলম (৩৪) এবং হেলপার টেকনাফ নতুন পল্লান পাড়ার আলী হোসেনের পুত্র মো. আমির হোসেন (৫০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করে।
উদ্ধারকৃত পোটলা গণনা করে মোট ১,৮৭৪ পিস ইয়াবা পাওয়া যায়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিদেরসহ উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমা দেওয়া হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.