আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হতে কোনো বাধা নেই।
আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের এক আদেশে এ কথা জানানো হয়।
এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেছিলেন। এরপর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সেই আদেশ স্থগিত করেন।
বাম জোটের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম বৃহস্পতিবার এক রিটে অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।
সেই রিটের পরিপ্রেক্ষিতেই আজ দুপুরে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন।
আদেশে ডাকসু নির্বাচন ট্রাইব্যুনালকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত সাধারণ সম্পাদক প্রার্থীর জড়িত থাকার অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন আদালত। ট্রাইব্যুনালকে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর রিট আবেদনকারীকে ১৫ দিনের মধ্যে সব প্রাসঙ্গিক নথিপত্রসহ নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতেও নির্দেশ দেওয়া হয়।
সবশেষ হাইকোর্টের সেই আদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্ট।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.