চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে বের হওয়া মিছিল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইমরানুল হক রোমান (৪৩), মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো.সাইদুল ইসলাম (২৮) ও হাজী মো.নুরুল হুদা (৫৭)।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এসময় আরও ১৫-২০ জন পালিয়ে গেছেন। তারা নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) বাবুল আজাদ পূর্বকোণকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.