চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৮ টি মোবাইল ও ২টি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. সোহেল মিয়া (৩৩), মো. আব্দুল হাকিম ওরফে রাকিব (২৭) এবং মো. ইয়াছিন(২০)। সোহেল কিশোরগঞ্জের কটিয়াটি উপজেলার মানিকখালীর মৃত খসরু মিয়া ছেলে। রাকিব সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের আবুল খায়ের এবং ইয়সিন ফেনীর ফুলগাজী মধ্যম বাসুয়া ইউনিয়নের ইলিয়াস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পুরাতন রেল স্টেশন থেকে সোহেলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যেরে ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.