কক্সবাজারের পেকুয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শরতঘোনা এলাকার আবদুল মালেকের ছেলে মো.কায়সার (৪৫), মৃত আবদুল হাকিমের ছেলে মহি উদ্দিন (২৮) এবং মৃত আবদুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন মনু (৪২)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কায়সারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, শরতঘোনা মাদরাসা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দু পক্ষের বিরোধ চলছে। সম্প্রতি মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব চলছে। ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.