কক্সবাজারের টেকনাফে অপহরণকারীর গোপন আস্তানা কচ্ছপিয়া বন্দিশালা থেকে নারীসহ অপহৃত তিন জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ৩ জন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে এক নারীসহ ৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। ওই সময় অপহরণকারীদের তিন জনকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার ও অপহরণ রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানান, ভুক্তভোগীদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে তাদের সাগর পথে মালয়েশিয়া পাচার করার পরিকল্পনাও করেছিল।