ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) দুপুর ২টায় কক্সবাজারের ঐতিহ্যবাহী পাবলিক হল ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শাখার সভাপতি ইয়াছিন আরফাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইমুন শাকিব এর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আমিরুল ইসলাম মীর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "৫৪ বছরের ইতিহাসে এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামী শক্তির ঐক্য ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই সকল ইসলামপন্থী দলকে একত্রিত হয়ে ইসলামী আদর্শে গড়া রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে হবে।"
অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পাবলিক হল ময়দানে এসে শেষ হয়
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.