খাগড়াছড়ির রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জননী মেডিকেলে নামে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া ফার্মেসিটি দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জননী মেডিকেল নামে একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফার্মেসি থেকে ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে মুছলেখা দিয়েছেন।
এ অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত হোসেন ও বাজার পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.