কক্সবাজার জেলার উখিয়া, রামু ও টেকনাফে পৃথক অভিযানে একদিনে প্রায় ৪০ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
উখিয়ায় হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকায় পুলিশ একটি টমটম থেকে চালক হামিদুল হক (২৫)-এর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। রামুর ঈদগড় বাজার এলাকায় অভিযানে ২৭৫ পিস ইয়াবাসহ স্থানীয় পল্লী চিকিৎসক সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে।
এছাড়া, টেকনাফের শাহপরী এলাকায় কোস্ট গার্ড নদীতে ভাসমান বস্তায় রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। অভিযানের সময় সন্দেহভাজন একটি কাঠের বোট মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পুলিশ ও কোস্ট গার্ড জানায়, সীমান্তবর্তী এলাকায় ইয়াবা চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.