বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় নৌকাসহ ৫ জন জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন বঙ্গোপসাগরের উপকূলে। আটক জেলেরা হলেন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে মো. ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০) ও নুর হোসেন (১৮), মো. কালু মিয়ার ছেলে মো. সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গনি জানান, বিকেলে নাফনদীতে মাছ ধরতে একটি নৌকা নিয়ে সমুদ্রে যায় ৫ জেলে। নাইক্ষ্যংদিয়া এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের আটক করে মংডু শহরে নিয়ে যায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে জেলে আটকের বিষয়টি জেনেছি। তবে এখনও পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.