
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারি রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির ৫২ সদস্যকে আদালতে আনা হয়েছে। আটক একজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ২ টার দিকে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির সদস্য সহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই-বাছাই করে নাফ নদীতে মাছ আহরণকারি ২ বাংলাদেশি নাগরিক সহ নিরীহ ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
এছাড়া অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভূক্ত ৫২ জনকে কক্সবাজার আদালত হাজির করা হয়েছে।
শুনানী শেষে আদালতের আদেশ মোতাবেক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, সাইফুল ইসলাম।
সূত্র: টিটিএন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.