পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি অভিযানে ৮ জনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। তাদের মধ্যে পুলিশের উপর হামলার মামলাসহ ১১ টি মামলার এজাহারনামীয় শহিদুল ইসলাম রিপন (৩৫) নামের একজনের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালানো হয়। অপর আটককৃতরা হলেন মো. হাবিব (২৯) পিতা-আলী আজগর, জসিম উদ্দিন (৩২) পিতা-মৃত আকতার হোসেন, ইকবাল ফারুক (৩৯) পিতা-উকিল আহমদ, মোঃ শাহিন (২৩) পিতা-বাবুল করিম, মোঃ আকাশ (২৩) পিতা-নুরুল আবছার, মো. আজিজ (২৩) পিতা- মোহাম্মদ সৈয়দ, কালা মিয়া (২৩) পিতা-আব্দুস সালাম।
আটকের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মহেশখালীতে ডিউটিরত পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রিপন নামের একজনের হেফাজত থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা জানান, মহেশখালীকে সন্ত্রাসমুক্ত করতে মহেশখালী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.