1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলা শাখার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত কাউয়ারখোপ-মনিরঝিলের মোহাম্মদ সাইফুল ইসলাম নিখোঁজ কক্সবাজার জেলা ছাত্রশিবিরের ইসলামী শিক্ষা দিবসের আলোচনা সভা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কক্সবাজার জেলা বিএনপির মিলাদ ও দোয়া রেজুখাল চেকপোস্টে ৮৫০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এএসআই দেনার চাপে স্ত্রী-সন্তানকে হত্যা করে মিনারুলের আত্মহত্যা” লিখে যান চিরকুট পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচ হ্নীলায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে সমন্ধি খুন ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নেই বিলম্বিত করবে : প্রেস সচিব

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৪টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২ এস এর কাছ দিয়ে তাদের ঠেলে পাঠায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চাণ্টার ক্যাম্পের সদস্যরা।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ ঠেলে পাঠানোর পর বাংলাদেশের ৮০০ গজ ভেতর থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ এর চাঁনশিকারি বিওপির সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন বিল্লাল হোসেন (৩২), বিঞ্চু বর্মন (৩৪), রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), মো. রুলাস (৩২), তহিল উদ্দিন শিকদার (৪০) এবং মোশারফ আলী (২১)। তারা সবাই দেশের যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, যশোর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন তারা।

কারাভোগ শেষে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফ বৃহস্পতিবার ভোরে তাদের ভোলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই সীমান্তে কম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। অভুক্ত মানুষগুলোকে এক কাপড়ে এমন অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাছাড়া তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর ব্যাপারে আগে থেকে কিছুই জানানো হয়নি।’
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘যাদের ঠেলে পাঠানো হয়েছে তাদের উপজেলা ডাকবাংলোতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘ভুক্তভোগীদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে। পরিচয় নিশ্চিত হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রসঙ্গত, এর আগেও তিন দফায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪৫ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর মধ্যে গত ২৭ মে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জন, ৩ জুন ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন ও ১৮ জুন জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!