অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া চাঁদাবাজদের মাস্টারমাইন্ড হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমদ।
বৃহস্পতিবার রাজধানী মিরপুরের রুপনগর থানা ছাত্রদলের ৬,৭ ও ৯২ নং ওয়ার্ডের সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
আকরাম হোসেন বলেন, গতকালকে একটি ভিডিওতে প্রমাণিত হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ যে চাঁদাবাজ তা প্রমাণিত হয়েছে। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে ছাত্রলীগ দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রেখে নির্যাতন করেছে এমন অপরাজনীতি ছাত্রদল কখনও করবে না।