বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী।
এছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও দোয়া মাহফিলে অংশ নেন। আয়োজকরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশের উন্নতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।