1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
‘আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছাপূরণের তত্ত্বাবধায়ক’: প্রধান উপদেষ্টা ‘গাজায় অপচয়ের আর সময় নেই’, বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সমাবেশে জনতার ঢল স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বাবা ছেলের দুধ দিয়ে গোসল নির্বাচনকে ধর্ষণ করেছে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে কৃষকের ঘাসের বস্তায় ৫১ হাজার ডলার কে কী বলল, শোনার দরকার নেই, ‘নির্ধারিত সময়েই’ ভোট: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে অভিযানে অস্ত্র–গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, পুকুরে তল্লাশি

কৃষকের ঘাসের বস্তায় ৫১ হাজার ডলার

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কৃষকের বাইসাইকেলে থাকা ঘাস ভর্তি বস্তা তল্লাশি করে পাওয়া গেছে ৫১ হাজার ডলার। ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা বিজিবির।

শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তগ্রাম আনন্দবাস এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্য নায়েক সুবেদার হারুন অর রশিদ।

আটক জাহাঙ্গীর শেখ ওই গ্রামের আফছার শেখের ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার হবে।

পরে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল ফাশিতলা এলাকায় অগ্রিম অবস্থান নিয়ে ঘাস ভর্তি বস্তার ভিতর থেকে বিপুল পরিমাণ ডলারসহ একজনকে আটক করে।

বিজিবি ক্যাম্পের সদস্য নায়েক সুবেদার হারুন অর রশিদ বলেন, শুক্রবার দুপুরে সীমান্তের শুন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে।

পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে অভিনব কৌশলে ঘাসের মধ্যে লুকানো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। সেসব প্যাকেট থেকে উদ্ধার করা হয় মার্কিন ডলারের নতুন নোটের বান্ডিল। সেসব বান্ডিলে ছিল ৫১ হাজার ডলার।

এ সময় আটক ব্যক্তির বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

নায়েক সুবেদার হারুন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন।

আনন্দবাস গ্রামের ইউপি সদস্য ওমর ফারুক বলেন, আটক জাহাঙ্গীর শেখ একজন বহনকারী মাত্র। ডলারগুলো নিরাপদে ভারতীয় সিন্ডিকেটের হাতে পৌঁছে দিতে পারলে তাকে হয়ত ২০ হাজার টাকা বকশিস দেওয়া হতো।

“এই লোভে অনেকেই এমন কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছে। ডলারগুলোর মূল মালিক বাইরের কেউ। তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। ধরা পড়ে এই সময় বহনকারীরা।”

তিনি আরও বলেন, “তবে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাদের খুঁজে বের করা সম্ভব। কিন্তু সঠিক তদন্তের অভাবে এবং প্রভাবশালিদের চাপে এসব ঘটনা কিছুদিন পর ধামাচাপা পড়ে যায়।”

আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেসঙ্গে উদ্ধার করা ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!