কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে পেকুয়া থানার টৈটং ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে একটি স্কুল ব্যাগ থেকে গোপনে লুকানো তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার সাথে জড়িত লক্ষীপুর জেলার সদর ইউনিয়নের লামছড়ির মিজানের পুত্র রবিউল হাসান (১৮) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে তার সহযোগী একই উপজেলার সোনাপুরের ইলিয়াস হোসেনের পুত্র হৃদয় হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা মহেশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে লক্ষীপুরে এক অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।