র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, কক্সবাজার এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রামু থানাধীন রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতদের পরিচয়
১. মোঃ ফরিদুল আলম সিকদার (৫৫)
পিতা: মৃত ফরুখ আহমদ সিকদার
মাতা: মৃত মোস্তফা বেগম
স্থায়ী ঠিকানা: অফিসের চর, সিকদার পাড়া, ২নং ওয়ার্ড, ইউপি-ফতেখাঁরকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার
বর্তমান ঠিকানা: ঘোনার পাড়া, ৭নং ওয়ার্ড, ইউপি-রাজারকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার
২. রায়হান উদ্দিন (৩০)
পিতা: মৃত বজল আহমদ
মাতা: রুপ বাহান বেগম
ঠিকানা: ঘোনার পাড়া, ৭নং ওয়ার্ড, ইউপি-রাজারকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার
উদ্ধারকৃত মালামাল
ইয়াবা বড়ি: ৯৫,০০০ পিস
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১৫ জানায়, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।