কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলিসহ এক কুখ্যাত দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ টিম হ্নীলা রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। এসময় তল্লাশিতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।