1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১ বিসর্জনের সুরে ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারের মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড এনসিপিকে বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের অপশন বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ‘শাপলা’র পরিবর্তে অন্য প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি ইসির ডিবি থেকে ছেড়ে দেয়া হয়েছে ফ্যাসিস্ট ঢাবি ছাত্রলীগ সহ-সভাপতি মিরাজ ইরফানকে বিএনপির নেতাকর্মীরা কোনো দিন রাজপথ ছাড়েনি: টুকু

উখিয়ায় আল মারওয়া হাসপাতালের নামে ভয়াবহ প্রতারণার ফাঁদ

✍️ প্রতিবেদক: হুমায়ুন কবির জুশান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

উখিয়া পরিচ্যা লাল ব্রিজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘আল মারওয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ১৮ জন মহিলা মার্কেটিং অফিসার নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে ফ্রি চিকিৎসা, চাকরির নিশ্চয়তা, ফ্যামিলি ডিসকাউন্ট কার্ড, হাসপাতালের নামে শেয়ার সঞ্চয় পাশবই এমনকি চাল-ডাল ও গ্যাস দেয়ার প্রতিশ্রুতিতে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার সময় হাসপাতালের নামেই রশিদ দেওয়া হলেও প্রতিশ্রুত কোনো সুবিধাই এখনো ভোগ করতে পারেনি সাধারণ মানুষ।

ভুক্তভোগী ছালেহা আক্তার (আইডি: ২০৫০২), আয়েশা বেগম (আইডি: ২৫১৭৭), আজিজা (আইডি: ২৫১৭০) ও নুরুল কবির (আইডি: ২৫১৪২) জানান, ফ্যামিলি ডিসকাউন্ট কার্ড করার নামে টাকা নেওয়া হলেও এখনো হাতে কোনো কার্ড পাননি। শুধু কার্ড দেখানো হয়েছে, দেওয়া হয়নি। ফলে তারা মনে করছেন প্রতারণার ফাঁদে পড়েছেন।

এদিকে যারা মাঠে ঘুরে টাকা সংগ্রহ করেছেন সেই মহিলা মার্কেটিং অফিসাররাও প্রতারণার শিকার। তাদের মধ্যে নুসরাত সুলতানা শিফা, শিফা বড়ুয়া, রোকেয়া বেগম, মোহসেনা আক্তার, মিতু বড়ুয়া ও জমিলা অভিযোগ করে বলেন, প্রতি মাসে ৮ হাজার টাকা বেতনের শর্তে নিয়োগ দেওয়া হলেও মাসের পর মাস তাদের বেতন দেওয়া হয়নি। উল্টো টাকা চাইতে গেলে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি সাংবাদিকদের জানালে কোনো লাভ হবে না বলে তাদের হুমকি দেওয়া হয়েছে।

মার্কেটিং অফিসারদের অভিযোগ, “আমরা রোদ-বৃষ্টিতে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বুঝিয়ে টাকা এনেছি। সেই টাকা হাসপাতালের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। অথচ এখন আমাদের বেতন দেয় না। আমাদের পরিশ্রম ও কষ্টের কোনো মূল্য নেই।”

এ ব্যাপারে হাসপাতালের সেক্রেটারি আব্দুল হামিদ ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, “মার্কেটিং অফিসাররা আমাদের হয়ে মাঠে কাজ করেছেন। তাদের বেতনের টাকা বকেয়া আছে সত্য। তবে আমরা ধীরে ধীরে সব পরিশোধ করছি। আজকেও কয়েকজনকে টাকা দেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, “দুই-তিন মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

কিন্তু বাস্তবতা হলো—হাসপাতালের কার্যক্রম এখনো শুরু হয়নি, অথচ এর নাম ব্যবহার করে গ্রামাঞ্চলের মানুষকে প্রতিশ্রুতির জালে ফাঁসানো হয়েছে। এতে ভুক্তভোগীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি প্রতারিত হয়েছেন নিয়োগ পাওয়া মার্কেটিং অফিসাররাও।

সচেতন মহল বলছেন, স্বাস্থ্যসেবার নামে এমন প্রতারণা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া কেবল অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত চক্রের অংশ। তাই ভুক্তভোগীদের দ্রুত আইনের আশ্রয় নেওয়া উচিত এবং কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি তুলেছেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com