কক্সবাজারের মহেশখালীতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম আবু হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার তিতা মাঝি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসিএসআই সুমিত বড়ুয়া গ্রেপ্তারের এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আবু হায়দার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর মাতারবাড়ীতে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়ার বাসিন্দা নুরুজ্জামান বাদী হয়ে মহেশখালী থানায় ৫২ জনের নাম উল্লেখ এই মামলাটি দায়ের করেন। এই মামলায় ২ নম্বর আসামি মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার। এছাড়া ওই মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।