চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় লেলাং ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বখতিয়ার ওই এলাকার মৃত সোলেমানের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মন্জুর বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।