মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের পংপা-কিং শহরে যাওয়ার পথে প্রায় ৫০ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে ওয়া স্টেট ইউনাইটেড আর্মি (UWSA)-এর ৭৭৫তম ব্যাটালিয়ন। এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র উ নি ইয়ান।
ঘটনাটি ঘটে ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাগুয়াং গ্রামে সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে থাকা একটি TIGER ব্র্যান্ডের গাড়ি আটকায় UWSA টহল দল। পরে রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের Bangge ও Luoshitang গ্রামের মাঝামাঝি এলাকায় তল্লাশির সময় মাদক পাচারকারীদের খুঁজে পায় তারা।
তল্লাশির সময় কিছু পাচারকারী সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। তবে ৩৭ বছর বয়সী এক লিসু জাতিগোষ্ঠীর পুরুষকে আহত অবস্থায় আটক করা হয়। গাড়ি থেকে জব্দ করা হয় ২৩ বস্তা ইয়াবা বড়ি, যার সংখ্যা দাঁড়ায় ৪,৭৯০,০০০ পিস—অর্থাৎ প্রায় ৫০ লাখ। পালিয়ে যাওয়া অন্য পাচারকারীদের ধরতে অভিযান চালাচ্ছে ওয়া বাহিনী।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে মিয়ানমারসহ ২৩টি দেশ মাদক উৎপাদন ও সরবরাহে জড়িত। এর মধ্যে মিয়ানমার, আফগানিস্তান, বলিভিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে মাদক দমন কার্যক্রমে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই বিপুল ইয়াবা জব্দের খবর সামনে এলো।