বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্লান করে হত্যা করেছে; যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদঘাটিত হবে, যারা এ ধরনের হামলা চালিয়েছে, তাদের বিচার হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় লালমোহন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শের ধর্ম ইসলাম। আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়ল। গত ১৬ বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময়। সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করল।
লালমোহন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্যাহ।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা ইমরান হোসেন প্রমুখ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.