কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে ইলিশ রপ্তানির জন্য সরকারের অনুমতি পাওয়া চারটি লাইসেন্সের মাধ্যমে ইতোমধ্যে ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় ২ হাজার কেজি ইলিশ।
বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক হিসাবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার। তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে। ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেন টুটুল। এ বছর সরকার কর্তৃক অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স রয়েছে তার।
এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। টুটুলের প্রতিষ্ঠান তানিসা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১,৩৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। বরিশালের ইলিশ বাজার এখনও টুটুলের প্রভাবাধীন এবং তার লোকজন মোকাম থেকে মাছ সংগ্রহ করছেন।
কয়েকজন আড়তদার বলেন, ‘বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন তারাই মূলত টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়।’
এ বিষয়ে কথা বলার জন্য কলকাতায় অবস্থানরত নিরব হোসেন টুটুলের ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, এই মোকাম তো আমার একার নয়। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ সব দল আছে। আমি চাইলেই তো কারও ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। এখানে আমার কি করার আছে? তাছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে তো সরকার। আমি বাধা দেওয়ার কে!
দৈনিক জাতীয় পত্রিকায় শনিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.