বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মীদের ‘প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
ব্রিগেডিয়ার নাজিম-উদ-দৌলা বলেন, ‘মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন, তবে সেনাবাহিনী প্রাথমিকভাবে তাকে হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে।’
তিনি আরও বলেন, ‘তদন্তে যদি প্রমাণিত হয় যে তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেছেন বা বেআইনি কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাহলে সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, তাই এর বেশি কিছু বলা এই মুহূর্তে সমিচীন নয়।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে খবর আসে—মেজর সাদিক নামের এক সেনা কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের ‘প্রশিক্ষণ’ দিচ্ছেন। তা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। এ প্রেক্ষিতেই সেনাবাহিনী বিষয়টি আমলে নেয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.