কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছেন। প্রশিক্ষিত ডগ ‘জুলিয়া’র তীক্ষ্ণ ঘ্রাণে ধরা পড়ে ব্যাগে লুকানো এই মাদকের চালান, যার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা।
বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। আটক নারী জান্নাতুল বকেয়া (২৬), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ নিদানীয়া এলাকার রবি মোল্লার স্ত্রী।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় জান্নাতুল বকেয়াকে সন্দেহ হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে প্রশিক্ষিত ডগ ‘জুলিয়া’র সহায়তায় তার হাতে থাকা ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্রঃ উখিয়া নিউজ
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.