1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ

এক আনা স্বর্ণের লোভে শিশুর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে সাড়ে সাত হাজার টাকা মূল্যের এক আনা স্বর্ণের রিংয়ের লোভে তাহমিনা আক্তার সাদিয়া (৮) নামের এক শিশুকে অপহরণের পর হত্যাচেষ্টা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফলকন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। মুহূর্তেই তার রক্তাক্ত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সাদিয়ার মা নারিগস বেগম বাদী হয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে কমলনগর থানায় অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী আরজু আক্তারের বিরুদ্ধে মামলা করেন।

পরে আরজুকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আরজু চরফলকন গ্রামের অজি উল্যাহর মেয়ে।

ভুক্তভোগী শিশু সাদিয়া কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন গ্রামের মো. মোতাছিনের মেয়ে ও মধ্য চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

অতিরিক্ত পুলিশ সুপারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বর্ণালংকারের লোভে মেয়ের বয়সী শিশু সাদিয়াকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেন আরজু। শনিবার বিকেল ৩টার দিকে খেলাধুলা করার কথা বলে তিনি সাদিয়াকে বসতঘর ঘর থেকে অপহরণ করে। পরে জোরপূর্বক একআনা ওজনের স্বর্ণের কানের রিং শিশুটির কান থেকে তিনি খুলে নেয়। একপর্যায়ে চর লরেঞ্চ মদিনা স্বর্ণ শিল্পালয় নামের দোকানে রিংটি ৭ হাজার ৫৫০ টাকা বিক্রি করে।

পরে শিশুটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাফেরা শেষে রাত ৮ টার দিকে চরফলকন গ্রামে নিয়ে যায়। ওই গ্রামের হাবিব উল্যাহ পাঞ্জাল বাড়ির সামনে রিকশা থেকে নেমে আরজু শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হাত-পা রশি দিয়ে বেঁধে প্রাণে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে। শিশুটির মাথায় গুরুতর জখম করে আরজু আত্মগোপনে যায়। এদিকে রাতেই শিশুটিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে এ ঘটনায় শিশুটির মা নারগিস বাদী হয়ে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রিকশাচালকের সহায়তায় আরজুকে গ্রেপ্তার করে। আরজুর তথ্য অনুযায়ী চরলরেন্স বাজারের মদিনা স্বর্ণ শিল্পালয় থেকে শিশুটির কানের রিং উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী গণমাধ্যমকে জানান, শিশুটির কানের রিং খুলে নেওয়ার ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে আরজু তাকে হত্যার চেষ্টা করে বলে তদন্তে জানা যায়। গ্রেপ্তার আরজুকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলার তদন্ত অব্যাহত আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!