কয়েক বছর ধরে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর হাতে কোনো সিনেমার কাজ নেই। এ নিয়ে তিনি বেশ হতাশার মধ্যে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় নন। এমনকি কোনো অনুষ্ঠানেও এ নায়কের দেখা মেলে না। আজ হঠাৎ জানা গেলো দেশ ছেড়েছেন তিনি।
বাপ্পীকে সবশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই তিনি উধাও। বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। অবশেষে দেশও ছাড়তে হলো এই অভিনেতাকে।
সূত্র জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাপ্পী। নিশ্চিত হতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। আজ (২২ সেপ্টেম্বর) সোমবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পী নিজেই। একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা।
‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার পর এ পর্যন্ত বাপ্পী চৌধুরী অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটিও ব্যবসা করতে পারেনি। এ কারণে অনেক প্রযোজক-পরিচালক তাকে নিয়ে কাজ করতে অনাগ্রহী ছিলেন।
অন্যদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পীর বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই সিনেমাগুলো কবে আলোর মুখ দেখবে, সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজক কেউ কিছু বলতে পারছেন না। এর মধ্যে রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমা দুটো। সিনেমাগুলোর কাজ বেশ আগে শেষ হলেও আজ পর্যন্ত সেসবের কোনো খবর নেই।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.