সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের একাধিক বিশেষ অভিযানে ২৮ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা, মাদরা ও সুলতানপুর সীমান্ত থেকে আলাদা অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে পদ্মশাখরা, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী, বাকাল চেকপোস্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মদ২৮ বোতল,
ভারতীয় শাড়ি ও পোশাক আনুমানিক ৩ লাখ টাকা,
ভারতীয় ঔষধ প্রায় ৫ লাখ টাকা।সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করার চেষ্টা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে জব্দ মদ আইনি প্রক্রিয়া শেষে জনসম্মুখে ধ্বংস করা হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.