কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ১৮টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বাকি একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শেষে বিকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী।
ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম ১২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেমকে (১১২ ভোট) পরাজিত করেন।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত মোট ১৭ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
মোট ২৪৯ ভোটারের মধ্যে ২৪১ জন ভোট দেন। এর মধ্যে ৬টি ভোট বাতিল হয় এবং দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী জানান, নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.