নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সাংবাদিক আইয়ুব খান সরকার গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় তার ক্যামেরাও। সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তার ও পুনর্বাসনের জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬০) নিহত হন। তিনি বিএনপি কর্মী ছিলেন। এ সময় আহত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের কেনু মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ৫ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। ইউনিয়ন বিএনপি’র বর্তমান আহ্বায়ক শাহআলম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম সরকারের দলীয় কোন্দলে দু’ভাগে বিভক্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে শাহআলম চৌধুরীর সঙ্গে আঁতাত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দীপু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এড. আসাদউল্লাহ। আওয়ামী লীগের ওই নেতারা এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রশস্ত্রসহ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অতর্কিত হামলা চালায় মুরাদনগর গ্রামের কাইয়ুম সরকারের সমর্থকদের ওপর। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইদন মিয়া। আহত হন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নায়েব আলীসহ আরও ১০/১৫ জন।
নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব বলেন, সকাল ৭টা থেকে সোয়া ৭টার সময় মৃতাবস্থায় ইদন মিয়াসহ আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি অনুকূলে রয়েছে এবং হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন বলে জানা যায়। আহত আইয়ুব খান সরকার (৪৮) নরসিংদীতে কর্মরত যমুনা টিভি’র স্টাফ রিপোর্টারের ওপর অতর্কিত হামলা করে গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার নরসিংদী সদর হাসপাতালে গিয়ে সংবাদ সংগ্রহকালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর আতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ক্যামেরা ভাঙচুর করা এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.