রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবে নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের লাশ ভেসে উঠেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় তার লাশ ভেসে উঠে। এর আগে বৃহস্পতিবার অপর নিখোঁজ ডেনিজেন চাকমার লাশ নোয়াপাড়া এলাকায় হ্রদের পানিতে ভেসে উঠে।
এর আগে মঙ্গলবার রাতে দূর্গাপূজা দেখে বাড়ি ফেযার পথে মহাজনপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন দু’জন। তবে নৌকা ডুবির ঘটনায় চারজন সাঁতরে তীরে ওঠে প্রাণে বাঁচে।
দু’জনই সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজে পড়তেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা। তিনি বলেন, দু’জনের মরদেহ এলাকাবাসী উদ্ধার করে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.