
কুতুবদিয়ায় সাগরে বোটডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৮ জানুয়ারি সাগরে একটি ফিশিং বোট ডুবে গেলে এতে থাকা তিন জেলে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর ৯ জানুয়ারি ভোররাতে ওই তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের পুত্র ও বোটের মাঝি এহেছান এবং আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অমজাখালী এলাকার মাহামুল করিমের পুত্র কিশোর জেলে ফয়সাল।
বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার বাসিন্দা মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি ৮ জানুয়ারি রাতে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার জন্য জাল ফেলানোর সময় বোটটি নোঙরের সঙ্গে আটকে গিয়ে ডুবে যায়। বোটে মোট আটজন জেলে ছিলেন। ঘটনার পর পাঁচজন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হন। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য এখনো অনুসন্ধান কার্যক্রম চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, বোটডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধারের খবর তারা পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র: টিটিএন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.