কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ পর্যটক গিয়ে আহনাফের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।কক্সবাজার লাইফস্টাইল
আজ সকাল সাড়ে ৭টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে থেকে মরদেহটি উদ্ধা করা হয়। নিহত আহনাফের বগুড়া জেলা বাসিন্দা এবং ক্রিকেটার মুশফিকুর রহীমের সম্পর্কীয় ভাতিজা।
সি সেইফ লাইভগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহটি তীরের কাছে ভাসতে দেখে স্থানীয় পোনা শিকারীরা এটি কূলের কাছে নিয়ে আসে।
খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে তিনবন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এসময় তিনজনই ভেসে যায়। তবে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়।
১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, বগুড়া থেকে স্বপরিবারে তারা বেড়াতে এসেছিলো আহনাফ। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনেরা সাথে রয়েছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিয়ে যাবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.