কক্সবাজার সদরের চাঁদের পাড়া, ঝিলংজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চলছে শোকের মাতম। নুরুল আলমের কনিষ্ঠ পুত্র মিজবাহ উদ্দিন (১৪) আর দশজন কিশোরের মতোই ছিলো চঞ্চল, প্রাণবন্ত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিলো তার প্রবল আগ্রহ। ফুটবল ছিলো তার সবচেয়ে প্রিয় খেলা। কিন্তু সেই ফুটবলই যেন কাল হয়ে দাঁড়ালো এই কিশোরের জীবনে।
গতকাল বিকেলে (২৬ আগস্ট) নদীর পাড়ে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ বলটি নদীতে পড়ে যায়। সাহসী মিজবাহ বল তুলতে নদীতে নামে, কিন্তু তারপর আর উঠে আসেনি। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার রোল—“মিজবাহ কোথায়?”
খবর পেয়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী একযোগে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যার পর থেকে নদীর তীরে ভিড় জমে যায় স্বজন, প্রতিবেশী আর কৌতূহলী মানুষদের। রাতেই চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। একই সাথে কোস্টগার্ডের সদস্যরা যুক্ত হন উদ্ধার কাজে, স্পিডবোটে টহল চলে রাতভর।
আজ (২৭ আগস্ট) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে নেমে খোঁজ শুরু করে। সমান্তরালভাবে বীচ কর্মী ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে সি সেইফ লাইফগার্ড দল টহল চালিয়ে যাচ্ছে বাকখালী নদীতে। কিন্তু এখনো মিজবাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্বজনদের আহাজারি যেন নদীর ঢেউকেও কাঁপিয়ে তুলছে। মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা নির্বাক—কেবল ছেলের নাম ডেকে চলেছেন। প্রতিবেশীদের চোখেও জল। এলাকাবাসী বলছে, মিজবাহ সবার প্রিয় ছিলো, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতো সে।
হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র এক বছর আগে মিজবাহর বড় ভাই পানিতে ডুবে মারা যায়। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারো পানির কাছে পরিবারের হারাতে হলো আরেক সন্তানকে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.