বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজের ২২ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম।
টানা ২২ ঘণ্টা অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।
এ সময় লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ও নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার করা হয়৷
নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
লাশ উদ্ধারের সময় নিহতের স্বজন ও একসাথে গোসল করতে নামা বন্ধু শাকিল লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে আসেন মো. সোহান ও তার বন্ধু মো. শাকিল নামে দুই পর্যটক। দুপুরে তারা দু’জন রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে একসাথে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মো. শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি টিম উদ্ধার কাজে যুক্ত হয়। টানা ২২ ঘণ্টা অভিযানে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহানের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়েছে। কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি৷
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.