কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত ও অক্সফ্যাম ইন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে উপজেলার পালংখালী ইউনিয়নের ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দরবার হলে এ ক্যাম্পেইনের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ সচিব ও ক্যাম্প ইন-চার্জ মোঃ মিনহাজুল ইসলাম।এতে প্রধান অতিথি ছিলেন মুক্তি কক্সবাজারের উপ- প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সমন্বয়কারী–প্রটেকশন হাফিজুর রহমান এবং সিনিয়র গভ: লিয়াঁজো কর্মকর্তা মোঃ রাজু আহমেদ।
মুক্তির প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফয়সাল বারীর সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে সভাপতির বক্তব্যে উপ সচিব বলেন “শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী ও ক্যাম্পে কর্মরত উন্নয়ন সহযোগী সংস্থার দায়িত্ব নয়, বরং এটি সবার অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। ক্যাম্পে বসবাসকারী প্রত্যেকের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্য, মুক্তির উপ-প্রধান নির্বাহী বলেন , ক্যাম্পে বসবাসর জনগোষ্ঠী ও হোস্ট কমিউনিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে উভয়পক্ষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফ্যাম ইন বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা সাইদুল হক শুভ, মুক্তি কক্সবাজারের প্রকল্প সমন্বয়কারী এমদাদুল হক খোকন, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ, অন্যান্য প্রকল্প কর্মকর্তা। এছাড়াও ক্যাম্পের মাঝি, ইমাম, যুবক-যুবতী, ছাত্র -শিক্ষক, হোস্ট কমিউনিটি্র নেতা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.