কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক ছাত্রলীগ নেতাকে ছাত্রশিবিরের সভাপতি দাবি করে তার গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করেছে জামায়াত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।
মিছিলে অংশ নেন- জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী।
এ সময় জামায়াত নেতা ইয়াছিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতিও দাবি করেন।
তিনি বলেন, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।
জানা যায়, আওয়ামী সরকারের আমলে আমির হামজা মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজেকে জামায়াত-শিবিরের কর্মী দাবি করা শুরু করেন তিনি। দলটির পক্ষে এলাকায় দাঁড়িপাল্লার ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেন আমির হামজা।
এদিকে আমির হামজাকে গ্রেপ্তারের পর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী দাবি করে এবং গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী।
মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. বেলাল আহমেদ বলেন, আমির হামজা প্রকৃতপক্ষে একজন শিবিরকর্মী ছিলেন। ছাত্রলীগ জোর করে তাদের কমিটিতে তার নাম দিয়েছে। তিনি কলেজ জীবনেও শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
কুমিল্লা ডিবির ওসি মো. আব্দুল্লাহ আমার দেশকে বলেন, ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নাঙ্গলকোট উপজেলা মক্রমপুর ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার মোবাইল নাম্বারে কল করেও পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। রাজনৈতিক বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে ডিবির সাথে কথা বলেন। জামায়াত কোথায় প্রতিবাদ মিছিল করেছে এটা আমি জানি না।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.