উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় আব্দুল হক ফকিরের ছেলে মোহাম্মদ সাইফুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে গ্রামের মুদি দোকানের আড়ালে ইয়াবা, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সম্প্রতি ৭ থেকে ৮ বছর বয়সী তিন শিশু তার নরপিশাচী নির্যাতনের শিকার হয়েছে।
শিশুদের ভাষ্যমতে, দোকান থেকে নাস্তা ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে এ অপকর্ম চালায় সাইফুল। এর মধ্যে এক শিশু মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।
ভুক্তভোগী শিশুদের বাবারা হলেন—ছৈয়দ (পেশায় দোকানদার), আলা উদ্দিন (টমটম চালক) ও আব্দু সালাম। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হবার পর অভিযুক্ত সাইফুল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী এক ছাত্রের পিতা আলা উদ্দিন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার কথা বলেছে সবাই, তাই থানায় অভিযোগ দায়ের করিনি।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি আমার জানা নেই, কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাইফুলকে রক্ষায় কিছু প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। পাশাপাশি টাকা লেনদেনের মাধ্যমে গোপনে মীমাংসারও চেষ্টা চলছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.