গাজীপুরের গাছায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরিচয়ে এলাকায় তাদের পুরোনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ-ইন্টারনেট, ময়লা ব্যবস্থাপনা ও ঝুট ব্যবসাসহ রাজনৈতিক প্রভাবে ব্যবসার নিয়ন্ত্রণ হারান। সম্প্রতি তারা এনসিপির ছদ্মবেশে এসব ব্যবসা আবার দখলের চেষ্টা করছেন বলে জানা গেছে।
বুধবার (১ অক্টোবর) রাতে গাছা থানার বারালিপাড়ায় আনিস খান ও এসকে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিপির পরিচয়ে একটি কারখানার ঝুট নিতে গেলে মুকিব খানের নেতৃত্বাধীন অপর গ্রুপ বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে মুকিবসহ তিনজন আহত হন।
পরে আহত মুকিবকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মুকিবকে দেখতে গেলে তার সমর্থকরা প্রতিপক্ষ নেতা এসকে শাকিলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত শাকিলকে প্রথমে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাছা থানার ওসি আমিরুল ইসলাম জানান, ঘটনাটি দুই দফায় ঘটেছে। প্রথম দফায় একপক্ষ মুকিবকে আহত করে। তাকে দেখতে অপর পক্ষের নেতা আনিস খান ও সাকিব হাসপাতালে গেলে মুকিবের সমর্থকরা তাদের মেরে আহত করে। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে থাকলেও বর্তমানে উভয়পক্ষই এনসিপির নেতা বলে জানান ওসি আমিরুল।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.