
কক্সবাজারের মহেশখালীর পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামের একটি মাছ ধরার নৌকায় ডাকাতি হয়। এ সময় ডাকাতদল নৌকায় থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নেয়। পরে জেলেদের নৌকাটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বিষয়টি জানতে পারে বাংলাদেশ কোস্ট গার্ড। তথ্য পাওয়ার পর কোস্ট গার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকালে গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূল ও গভীর সমুদ্রে জেলে ও নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: টিটিএন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.