
কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ভারতীয় পতাকার ছবি দেখা যায়।
বিষয়টি রাত ১০টা ৪০ মিনিটের দিকে অনলাইন নিউজ পোর্টাল টিটিএন–কে নিশ্চিত করেছেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী।
তিনি বলেন, “কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমরা যে কোম্পানি থেকে ডাটা ও ওয়েবসাইট সাপোর্ট নিয়েছি, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে ওয়েবসাইট রিকভারি ও সমস্যার সমাধানে কাজ করছে।”
অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী জানান, হ্যাক হওয়া ওয়েবসাইটে কলেজের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে রয়েছে কলেজের হিসাবনিকাশ, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, অটোমেশন সিস্টেমের ডাটা, কলেজের বিভিন্ন ইনফরমেশন এবং হাজিরা ব্যবস্থার তথ্য।
তিনি আরও বলেন, “আমাদের কাছে ব্যাকআপ রয়েছে। তবে এ ঘটনায় আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছি।”
হ্যাকারদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখনো হ্যাকারদের শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কোম্পানি কাজ করছে।
ওয়েবসাইটে ভারতীয় পতাকা প্রদর্শনের বিষয়ে অধ্যক্ষ বলেন, “এটা কাকতালীয় নয়। যারা এই কাজটি করেছে, তারা উদ্দেশ্যমূলকভাবেই করেছে।”
এ বিষয়ে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম শাকিল বলেন, “কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে হ্যাকড হয়েছে। এর মাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য দেখে কেউ বিভ্রান্ত হবেন না এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করবেন না।”
সূত্র: টিটিএন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.