চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – চাকসু নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন কক্সবাজারের সন্তান ইফাজউদ্দিন ইমু। তিনি ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তর এর শিক্ষার্থী।
ইমু কক্সবাজার মডেল হাইস্কুল থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। সে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) এর চবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার শহরের নতুন বাহারছড়ার বাসিন্দা নাজিম উদ্দীন ও সেনোয়ারা দম্পত্তির সন্তান ইমু। পারিবারিক ভাবে বামপন্থী রাজনীতির আবহে বড় হওয়া ইমুর দুই চাচা কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ইমু জানান, চাকসু নির্বাচনের প্রথম প্যানেল হিসেবে ‘দ্রোহ পর্ষদ’ থেকে জিএস পদে মনোনয়ন নিয়েছেন তিনি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে।
২৮ আগস্ট প্রায় তিন যুগ পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে তফসিল ঘোষণার দুই দিন পরে গত ৩০ ও ৩১ সেপ্টেম্বর স্থানীয় মানুষের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর চাকসুর আমেজে ভাটা দেখা দেয়।
তবে মনোনয়নপত্র ঘিরে আবার শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ ফিরে এসেছে। তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.