
সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে”এ স্লোগানকে সামনে রেখে সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন এর ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ষসেরা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে এশিয়ান টেলিভিশনের ঢাকায় কর্মরত স্টাফ রিপোর্টার এম. ইরফান উদ্দিন সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে বর্ষসেরা সম্মাননায় ভূষিত হন। উদীয়মান তরুণ সাংবাদিকদের মধ্য থেকে ইরফানসহ দুজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
ঢাকায় সাংবাদিকতা করার আগে ইরফান উদ্দিন কক্সবাজারের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘দ্যা টেরিটোরিয়াল নিউজ (টিটিএন)’এ দীর্ঘদিন স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক ঝমকালো আয়োজনে দেশের বিভিন্ন শ্রেণি পেশার বাছাইকৃত গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন। তিনি বলেন,
“উদীয়মানদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে এমন আয়োজন নিয়মিত হওয়া জরুরি। এতে যার যার পেশায় আরও উদ্যম ও দায়িত্বশীলতা বাড়বে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা।
পরিচালনায় ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
শিক্ষা, সাংবাদিকতা, অভিনয়, নৃত্য, যাদু, চিকিৎসা, উদ্যোক্তা–সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত গুণীজনদের বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.