গোপালগঞ্জের কাশিয়ানী থানার মহেশপুর ইউনিয়নে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের কর্মীসভা জয়নগর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ। মহেশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম ও কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খানের সঞ্চালনায় এবং মোঃ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিগত পতিত স্বৈরাচারী সরকারের সাথে আমি কখনো আপোষ করিনি, যার ফলশ্রুতিতে আমি মামলা-মোকদ্দমার শিকার হয়েছি, জেল খেটেছি; তবুও আমি কখনো এলাকা ছেড়ে যাইনি।”
তিনি আরও বলেন, “যারা নিরীহ নিরপরাধ মানুষ, তাদের যেন প্রশাসন বা রাঘববোয়ালরা কোনো প্রকার হয়রানি না করে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি।” গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহেশপুর ইউনিয়নের কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিমকে ভোট দিয়ে জয়ী করে এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এ সভায় স্থানীয় জনসাধারণ সেলিমুজ্জামান সেলিমের প্রতি একাত্মতা প্রকাশ করে আসন্ন নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের প্রতিনিধি করার ইচ্ছা প্রকাশ করে।
স্থানীয় জনসাধারণ বলেন, “এখন অনেক অতিথি পাখির আবির্ভাব ঘটেছে, যারা সবসময় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় সক্রিয়। যাদের আমরা বিগত সময়ে চিনতাম না। সেলিমুজ্জামান সেলিম সবসময় আমাদের পাশে ছিলেন। আমরা আমাদের ইউনিয়নের ৩৫ হাজার ভোট দিয়ে সেলিমুজ্জামান সেলিমকে পুরস্কৃত করব।”
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সেলিমুজ্জামান সেলিমের প্রতি আস্থা রেখে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জোরালো দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকসেদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মোকসেদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মোকসেদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক মোঃ জোবায়ের শেখ, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিমন, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, মোকসেদপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সি, কাশিয়ানী উপজেলা যুবদলের সম্পাদক পাভেল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, নুরুল আমিন, হাফিজুর রহমান হাফিজ, বেলাল হোসেন, সজিব লস্কর, শেখ নাইম প্রমুখ।
গোপালগঞ্জ-১ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপির জোরালো সংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই সমাবেশে বিপুল জনসমাগম দলটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। আসন্ন নির্বাচনে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা কতটা তীব্র হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.