
জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ কয়েকজন অ্যাক্টিভিস্টের ফেসবুক আইডিতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম, ঢাকা মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম, তানভীর আল হাদী মায়েদ, চেমন ফারিয়া ইসলাম মেঘলা ও আবু জার গিফারী ইফাতের ফেসবুক আইডি।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনের বেলায় তাদের ফেসবুক আইডি উধাও হতে দেখা গেছে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত বেশ কয়েকজনের আইডিতেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে মধ্যে কেউ কেউ কিছুক্ষণের মধ্যে ফেসবুক আইডি সক্রিয় করতে পেরেছেন।
এদিকে, ‘রেড জুলাই-সাইবার ফোর্স’ নামক একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, তারা সাইবার হামলা চালিয়ে এসব আইডি বা ফেসবুক পেজ নিষ্ক্রিয় করেছে। আরও অনেকের আইডিতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.