
পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবক রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মারা গেছেন। ঘটনা ঘটে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায়।
নিহত আমজাদ হোসেন রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ভাঙার কাজে অংশ নেওয়ার সময় দুর্বল দেয়াল ভেঙে তার উপর পড়ে, যা গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন আরিয়ান ও আহ্বায়ক জয়নাল আবদীন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.