গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তুহিন হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। অথচ এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আজ যদি ইন্টেরিমের কোনো উপদেষ্টার পরিবারের কাউকে খুন করা হতো, তাহলে কি গ্রেপ্তার এতো সময় লাগতো? লাগতো না।
তিনি আরও বলেন, গত কয়েকবছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, খুনের শিকার হয়েছে যে পেশাজীবীরা, তারা হলেন সাংবাদিক। জুলাই আন্দোলনে ছাত্রদের পর সবচেয়ে বেশি জীবন দিয়েছে সাংবাদিকরা। অথচ আমরা কি পেলাম? আমাদের দিন-দুপুরে হত্যা করা হয়, আমরা কোনো নিরাপত্তা পেলাম না।
গণমাধ্যম কর্মী আকরাম খান বলেন, আজকের এই মানবন্ধনে দাঁড়ানো আমাদের জন্য দুঃখজনক। ৫ আগস্টের আগে দেখেছি সাংবাদিক হামলা-মামলা, হত্যার শিকার হয়েছেন। আমরা আশা করেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এসবের অবসান হবে, কিন্তু তা হয়নি। একটি স্বাধীন দেশে কেন সাংবাদিকরা হত্যার শিকার হবে? গাজীপুরের ঘটনাটি পুলিশের সামনেই হয়েছিল, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজের পরিবেশ নিশ্চিত করা হোক।
আরেক গণমাধ্যম কর্মী সাইফুল ইসলাম বলেন, আজ আমরা সাংবাদিক তুহিন হত্যার বিচার চাইতে মানববন্ধন করেছি। কয়েকদিন পর হয়ত অনেকেই এ ঘটনা ভুলে যাব। বর্তমান সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাইনি। শুধু সাগর-রুনি নয়, বেশিরভাগ সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো সুরাহা এখনো হয়নি। আমাদের দাবি থাকবে, দ্রুততম সময় তুহিন হত্যার আসামিদের গ্রেপ্তার করা হোক ও বিচার নিশ্চিত করা হোক।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.